চুয়াডাঙ্গায় গাজা চুরি নিয়ে কোপাকুপি আহত-৩

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গায় গাঁজা (মাদকদ্রব্য) চুরি করাকে কেন্দ্র করে দুই মাদককারবারি গ্রæপের মধ্যে ধারাল অস্ত্রের সংঘাতে উভয়পক্ষের তিন যুবক আহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ২ ছেলে নাঈম (২৫), নয়ন (২৩), ও একই গ্রামের মনিরের ছেলে বিপ্লব হোসেন (২১)। স্থানীয়রা জানায়, এলাকার কে বা কারা এক মাদক ব্যবসায়ী বাড়ির পাশের জমিতে ভুট্টা ক্ষেতে গাঁজা (মাদকদ্রব্য) লুকিয়ে রাখে। সেখান থেকে কেউ চুরি করে সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈমের কাছে দেয়। বিষয়টি এলাকার মধ্যে জানাজানি হলে নাঈমের সাথে মাদক ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দের সৃষ্টি হয়। একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন নাঈম তার ছোট ভাই নয়ন ও বিপ্লব। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, তিনজনের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত রায় বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি মাদক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *