দিশাকে ‘টিকটকার’ বলায় সমালোচনার মুখে লুবাবা

Share Now..

শিশুশিল্পী সিমরিন লুবাবা গান, মডেলিং ও অভিনয় করলেও মাঝেমধ্যেই নানা মন্তেব্যের জন্য শিরোনামে উঠে আসেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিশু শিল্পী দিশা মনিকে টিকটকার দাবি করায় ফের সমালোচনার মুখে পড়েছে লুবাবা। 

সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যায়, শিশুশিল্পী দিশা মনিকে উদাহরণ দিয়ে সাংবাদিক একটি প্রশ্ন করলে দিশাকে চিনতে পারেন না লুবাবা। পরে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে দিশা মনি কে? একপর্যায়ে টিকটকার দাবি করে চিনতে পারে লুবাবা।

এদিকে সাক্ষাৎকারে লুবাবার এমন মন্তব্য চোখে পড়ে দিশা মনির মা রিমা ইসমাথ ডেইজির। এরপরই ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।
 
স্ট্যাটাসে দিশা মনির মা রিমা ইসমাথ ডেইজি লেখেন, ‘দিশাকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল লুবাবা ‘কেন্দে দিয়েছি’ যে বল্লো এটা নিয়ে কি বলবা? দিশা বলেছে আমরা ছোটো মানুষ, আমাদের ভুল হতেই পারে এটা নিয়ে এত বড় করে দেখার কিছু নেই।’
 
তিনি আরও বলেন, সেকেন্ড; একটা নাটকে দিশাকে ডায়ালগ দিয়েছিল ‘কেন্দে দিয়েছি’ সেখানে দিশা ডায়ালগ দেয়নি। এটা নিয়ে ডিরেক্টর এর সাথে আমার ক্যাচাল, কারণ দিনশেষে তারা কো-আর্টিস্ট।
 
লুবাবাকে প্রশ্ন করে দিশার মা ডেইজি লেখেন, দিশার ২০০ এর বেশি নাটক, সিনেমা, বিজ্ঞাপন রয়েছে। দিশা ৩ বছর বয়স থেকে শিশুশিল্পী হিসেবে কাজ করে। এই মেয়ে ইন্টারভিউতে দিশাকে চেনে না, দিশাকে টিকটকার বলে। আমি জানতে চাই লুবাবার ঝুলিতে কয়টা নাটক, সিনেমা আছে?
 
তিনি বলেন, দিশার সাথে অনেক আগে থেকে পরিচয়, বিজ্ঞাপনে একসাথে শুটিংও করেছে। মিটও হয়েছে তাদের। দিশাকে সে ভালো করেই জানে।
 
পরিবারের শিক্ষার বিষয়ে ডেইজি লেখেন, কাউকে ছোটো করে কেউ উপরে উঠতে পারে না। পারিবারিক শিক্ষাটা আসল। রানু মন্ডল, কাঁচাবাদাম ওয়ালাও ভাইরাল হয়েছে কিন্তু ভাইরাল এক জিনিস, জনপ্রিয়তা এক জিনিস। দিশা সবার ভালোবাসার, তাকে সবাই ভালোবাসে। দিশা বাংলাদেশের এক নাম্বার জনপ্রিয় শিশুশিল্পী যাকে কোটি মানুষ ভালোবাসে।

প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। মূলত দাদার হাত ধরেই শোবিজে পথচলা শুরু এই খুদে শিল্পীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *