বিয়ের বছর না ঘুরতেই সন্তানসম্ভবা আথিয়া
এফএনএস বিনোদন: বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি ২০২৩ সালের জানুয়ারি মাসে ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সন্তানসম্ভবা হয়েছেন আথিয়া! সামাজিক যোগাযোগমাধ্যমে দাদু হওয়ার তেমনই আভাস দিয়েছেন সুনীল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সুনীল শেঠি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে তার মেয়ে আথিয়া শেঠি মা হতে চলেছেন। বর্তমানে সুনীল শেঠি একটি নাচের রিয়েলিটি শোতে বিচারক হিসেবে আছেন। সেখানে স¤প্রতি দাদু দিদিমাদের নিয়ে একটি পর্ব অনুষ্ঠিত হয়। সেখানেই তখন এই শোয়ের সঞ্চালিকা ভারতী সিং সুনীলকে জিজ্ঞেস করেন— তিনি যখন দাদু হবেন কেমন দাদু হবেন? উত্তরে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘হ্যাঁ, পরের সিজনে আমি যখন এখানে আসব, তখন আমি স্টেজে একজন দাদু হয়েই হাঁটবো।’ সুনীলের এই মন্তব্যে গুঞ্জন রটেছে আথিয়া মা হতে চলেছেন। তবে এটা শুধুই রসিকতা নাকি সত্যিই আথিয়া সন্তানসম্ভবা—তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। ২০২১ সালে আথিয়ার জন্মদিনে কে এল রাহুল আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা ঘোষণা করেন। তিনি ইনস্টাগ্রামে আথিয়ার একটি ছবি শেয়ার করার পাশাপাশি অত্যন্ত রোম্যান্টিক একটি ক্যাপশন লেখেন। ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা।