কিশোরগঞ্জে সংঘর্ষে নিহত ১, সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আটক

Share Now..

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাতে উপজেলার আব্দুল্লাপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

আটক ব্যক্তিদের অন্যতম হলেন অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আনোয়ার খাঁ ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ। সংঘর্ষে নিহত ব্যক্তি হলেন উত্তর আব্দুল্লাহপুর (বাইন্না বাড়ি) গ্রামের সামেদ মিয়ার ছেলে একতার মিয়া (৫৫)। 

জানা গেছে, সম্প্রতি ইতালিতে হওয়া নিজেদের পক্ষের লোকজনের মধ্যে বিরোধের জেরে শুক্রবার বিকালে খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আনোয়ার খাঁ ও তার লোকজনের সঙ্গে সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ ও তার লোকজনের এই সংঘর্ষ হয়। এ সময় একতার মিয়া ঘটনাস্থলে নিহত হন। 

অষ্টগ্রাম থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানসহ ১২ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *