করোনার টিকা নিয়ে উপহাস করা সেই মার্কিনির করোনায় মৃত্যু
Share Now..
করোনা ভাইরাসের টিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস করা ক্যালিফোর্নিয়ার সেই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্টিফেন হারমন নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি ভাইরাসটির সঙ্গে দীর্ঘ এক মাস লড়াই করার পর গত বুধবার করোনা রিজিওনাল মেডিকেল সেন্টারে মারা যান।
গত বৃহস্পতিবার হিলসং প্রতিষ্ঠাতা ব্রায়ান হউস্টন হারমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।স্টিফেন লস অ্যাঞ্জেলসের হিলসং মেগাচার্চের সদস্য। তিনি করোনা টিকার কঠোর বিরোধিতাকারী। তিনি বারবার সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে পোস্ট দিয়েছেন। জুনে টুইট করে তিনি বলেছিলেন, ৯৯টি সমস্যা ধরলেও টিকা যেন আরেকটি না হয়।