‘অধিনায়কত্বের চাপ বাবরের জন্য চ্যালেঞ্জিং’

Share Now..

যেই ব্যর্থতার কারণে গেল বছর ওয়ানডে বিশ্বকাপের পর বাবর আজমের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল শাহিন আফ্রিদিকে। তবে প্রথম সিরিজে ব্যর্থ হওয়ার কারণে এই পেসারের ওপর আর আস্থা রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো ধরনের ঝুঁকি নিয়ে চাচ্ছেন না পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। 

তাই নতুন করে আবারও এই সংক্ষিপ্ত ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয় সেই বাবর আজমকে। যদিও এই বিষয় নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই তালিকায় যুক্তি হলেন সাবেক পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। সম্প্রতি তিনি জানালেন বাবরকে নেতৃত্ব সরানোর পেছনের ঘটনা। 

গেল পরশু লাহরের একটি ইফতার পার্টি অনুষ্ঠানে যোগ দেন জাকা আশরাফসহ পাকিস্তানদের দলের অনেক পরিচালকরা। সেখানে বাবরকে নেতৃত্ব থেকে সরানোর পেছনে কারণ জানিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমি লাল বলে বাবরকে নেতৃত্বে থাকতে প্রস্তাব দেই, তবে সাদা বলে নতুন কাউকে নিয়োগ দিতে চেয়েছিলাম। সে বলেছিল, যদি তাকে এক সংস্করণ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সব সংস্করণ থেকেই সে পদত্যাগ করবে। আমি ওকে দলের একজন সাধারণ সদস্য হয়ে খেলতে পরামর্শ দিয়েছিলাম। যেহেতু এটা স্পষ্ট হয়েছে যে অধিনায়কত্বের চাপ ওর জন্য চ্যালেঞ্জিং ছিল।’

এদিকে বাবরকে নেতৃত্ব থেকে সরানোর পর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। আফ্রিদির অধীনে গেল জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। সেই সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। এখন আফ্রিদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘শাহিনকে আরো সময় দেওয়া দরকার ছিল, অন্তত ১ বছর। তাহলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওর পারফরম্যান্স বিশ্লেষণ করা যেত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *