উসমানকে বুকে তুলে নিলো পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে লক্ষ্য বড়, তাই ঐ টুর্নামেন্টের আগে শক্তিশালী দল গঠনে মনোযোগী পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ধারাবাহিকতায় ক্রিকেটারদের দেশটির সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৩০ ক্রিকেটারকে নিয়ে করা হয় ট্রেনিং ক্যাম্প। সেখানে চমক হিসেবে ছিলেন উসমান খান। কেননা তিনি জন্মগত পাকিস্তানি হলেও উসমানকে জাতীয় দলে সুযোগের অভাবে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে।
তবে চলতি বছরের পিএসএলে মুলতানের হয়ে ব্যাট হাতে মাতিয়েছেন পাকিস্তানের জার্সি গায়ে চাপানোর পথ করে নিয়েছেন। এবার জানা গেল তাকে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরেই পরখ করার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার পরই আরব আমিরাত তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।
তবে ইসিবিতে নিষিদ্ধ হলেও পাকিস্তানের ক্রিকেটে তার দারুণ সম্ভাবনা দেখছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি। এ নিয়ে তিনি বলেন, ‘উসমান খান পাকিস্তানের হয়ে খেলার জন্য যোগ্য এবং সে এই দলের (পাকিস্তানের) হয়েই খেলবে।’
এর আগে ইসিবি নিষেধাজ্ঞার বিবৃতিতে ফেলার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে ইসিবির সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট, সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।’