বায়ার্নকে রুখে দিলো আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে আটকে দিয়েছে আর্সেনাল। উত্থান-পতনের রোমাঞ্চকর লড়াই শেষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে দু’দল।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে এমিরেটসে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের ১২ মিনিটে লিড পায় গানার্সরা। দুর্দান্ত এক ফিনিশিংয়ে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। তবে এর ৬ মিনিট পরেই সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। সার্জ ন্যাব্রি গোল করে দলকে সমতা এনে দেন।
সমতা আনার পরেই পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন হ্যারি কেইন। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাভারিয়ানরা।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে আর্সেনাল। বদলি নামা টোসার্ড গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে দু’দল।