শৈলকুপায় এক ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় হিরক আলী (৪০) নামের এক ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে। হিরক আলী সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের জালাল শেখের ছেলে। স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে শুক্রবার সন্ধায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জানা যায় সারুটিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসানের সাথে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলে আসছে। টিপু সমর্থক হিরক মোটরসাইকেল যোগে শুক্রবার বিকাল ৪টার দিকে কাতলাগাড়ী বাজারে পৌছালে একদল দুর্বৃত্ত তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। জুলফিকার বায়সার টিপু অভিযোগ করেন তার সমর্থক হিরক শুক্রবার বিকালে কাতলাগাড়ী বাজারে পৌছালে মামুন সমর্থকরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। তবে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এটা কোন সামাজিক বিরোধ না। চরবাখরবার গ্রামের নুর ইসলাম নামের এক ব্যক্তি ভাটবাড়িয়া গ্রামের শাহিনের পুকুর লিজ নিয়ে রেণু পোনার চাষ করে আসছে। ২০/২৫ দিন আগে এ পুকুর নিয়ে বিরোধে জড়ায় হিরক ও নুর ইসলাম। এ ঘটনায় নুর ইসলামকে হামলার চেষ্টা করে হিরক আলী। এরই জের ধরে শুক্রবার বিকালে নুর ইসলাম হিরককে রড দিয়ে পিটিয়ে আহত করে বলে জানান। শৈলকুপা থানা ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

One thought on “শৈলকুপায় এক ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত

  • April 14, 2024 at 12:37 pm
    Permalink

    Hi there, just became alert to your blog through Google, and found that it’s truly informative.

    I’m going to watch out for brussels. I will appreciate if you continue this in future.
    A lot of people will be benefited from your writing.

    Cheers!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *