চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ (ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সোলাইমান হক জোয়ার্দ্দার (ছেলুন) এমপি ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। সবচাইতে দৃষ্টি নন্দন ছিল মহিষের গাড়িতে করে গ্রাম্য বর-বধুর যাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্তে¡ এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সোলাইমান হক জোয়ার্দ্দার (ছেলুন) এমপি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মুক্তমঞ্চে চুয়াডাঙ্গা বউল একাডেমির পক্ষ থেকে ঐতিহ্যবাহি গ্রামীণ লাঠিখেলা ও জেলা শিল্পকলার আয়োজনে সংগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্চ চত্তরে ৩ দিন ব্যাপী গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে মৃৎশিল্পী, জামদানি শাড়ি, মিষ্টি, মিঠাই, গজা, ও পিঠাঘরসহ বিভিন্ন স্টল বেসেছে। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা শোভাযাত্রায় অংশ নেওয়া সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি, ব্যক্তি ও প্রতিষ্ঠানেকে শুভেচ্ছা জানান। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী বৈশাখী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
Wow, incredible blog structure! How long have you ever been blogging for?
you made blogging look easy. The entire look of your website is
fantastic, as neatly as the content material!
You can see similar here sklep internetowy
Wow, incredible weblog format! How lengthy have you ever been running a blog for?
you made blogging glance easy. The entire glance of your website is excellent,
as smartly as the content material! You can see similar here e-commerce