এটা আমার জন্য অবিশ্বাস্য এক অনুভূতি: আলোনসো

Share Now..

নতুন চ্যাম্পিয়ন পেয়েছে জার্মান বুন্দেসলিগা। বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য শেষে জার্মানির নতুন চ্যাম্পিয়ন এখন লেভারকুসেন। ১২০ বছরের ক্লাব ইতিহাসে শীর্ষ লিগে এটিই লেভারকুসেনের প্রথম ট্রফি। ক্লাবের এমন সাফল্যের পেছনে কাজ করেছেন কোচ জাবি আলোনসো। শীর্ষ লিগে দলের প্রথম শিরোপা এনে দিয়ে অবিশ্বাস্য অনুভূতিতে ভাসছেন এই স্প্যানিশ কোচ।

গতকাল ভেরডার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়েছে লেভারকুসেন। এই জয়ে লেভারকুসেনের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯ ম্যাচে ৭৯। আর দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। দুই দলের ব্যবধান ১৬ পয়েন্ট হয়ে যাওয়ায় পরের পাঁচ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবেই লেভারকুসেন।

শিরোপা জয়ের নিজের অনুভূতি জানাতে গিয়ে আলোনসো বলেন, ‘ক্লাবের জন্য এটা বিশেষ মুহূর্ত। ১২০ বছর পর প্রথমবার বুন্দেসলিগা জিততে পারা অন্যরকম ব্যাপার। ছেলেরা সবাই পারফর্ম করেছে। এক হয়ে সর্বোচ্চ সাফল্যের জন্য ঝাঁপিয়েছে। আমার জন্য সম্মানের এটা। প্রথম যেকোনো কিছুই বিশেষ। আমি গর্বের সঙ্গে বলতে পারি লেভারকুসেনের ইতিহাসে এমন দিনে আমি অংশ ছিলাম, এটা আমার জন্য অবিশ্বাস্য এক অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছি। ছেলেরা দ্রুতই কার্যকর খেলা শুরু করে। কয়েক ম্যাচ পর দেখলাম সবাই দুর্দান্ত খেলতে পারে। আমরা এখন বলতে পারি লেভারকুসেন জার্মানির চ্যাম্পিয়ন। এটা আমাদের অসাধারণ অর্জন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *