ডাক পেয়েও আইপিএলে যেতে পারেননি শরিফুল
গত এক বছর ধরে বল হাতে ধারাবাহিক পারফর্ম করছেন শরিফুল ইসলাম। বিপিএল, জাতীয় দল কিংবা ডিপিএলে বল হাতে নামের প্রতি সুবিচার করছেন এই টাইগার পেসার। ধারাবাহিক পারফর্ম করে আইপিএলে ডাকও পেয়েছিলেন শরিফুল। তবে টুর্নামেন্ট খেলা হয়নি তার। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই পেসার।
আইপিএলে ডাক পাওয়ার বিষয়ে শরিফুল বলেন, ‘লখনউ থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি। যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটা ওইভাবে চিন্তা করে দেওয়া হয়েছে।’
এই ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে ঠিকই বিশ্বের সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন বলে বিশ্বাস শরিফুলের। তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ ইচ্ছা তো আছে একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে ইচ্ছাও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’