আইএসের হামলায় ২৮ সিরীয় সেনা নিহত

Share Now..

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পৃথক দুই হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ২৮ জন সৈন্য নিহত হয়েছেন। দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে শনিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমসে সেনাসদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বন্দুক হামলা আইএসের বন্দুকধারীরা। এতে ওই বাসের মোট ২২ জন যাত্রীর সবাই নিহত হন।

নিহত এই সেনাসদস্যদের সবাই সিরীয় সশস্ত্র বাহিনীর কুদস ব্রিগেডের সদস্য। এই ব্রিগেডটির যোদ্ধারা সবাই জাতিগতভাবে ফিলিস্তিনি। গত কয়েক বছর ধরে দামেস্কের প্রধান মিত্র মস্কো নিয়মিত কুদস ব্রিগেডকে আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করছে।

একই দিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আলবু কামালের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৬ সিরীয় সেনাকে হত্যা করেছে আইএস বন্দুকধারীরা।

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমে দুই ঘটনার কোনোটিই প্রকাশ করা হয়নি।

আইএস কয়েক বছর আগে সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করত। সামরিকভাবে পরাজিত বলে বিবেচিত হলেও আইএস সেল এখনও উভয় দেশে সক্রিয় এবং হামলা চালিয়ে যাচ্ছে।

এসওআরএস এর পরিসংখ্যান অনুসারে, চলতি বছর সিরিয়ার মরুভূমিতে সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৩২৯ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *