ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্যালিকা-দুলাভাইয়ের
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় শ্যালিকা ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাইয়ুম (৭০) ও শনিবার সন্ধ্যায় তার শ্যালিকা জুলেখা বেগম (৬২) এর মৃত্যু হয়।
শনিবার (২০ এপ্রিল) সকালে হাতীবান্ধা উপজেলার দিঘীরহাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম উপজেলার ধুবনি গ্রামের মৃত দুরাজান মিয়ার ছেলে এবং জুলেখা গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী।
জানা গেছে, শনিবার সকালে বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি বালুবোঝাই ট্রাক হাতীবান্ধা উপজেলার দিঘীরহাট এলাকায় যাত্রীবাহী ভ্যানে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ গুরুতর আহত হন ৫ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় আব্দুল কাইয়ুম রোববার সকালে জুলেখা বেগমের মৃত্যু হয়। আব্দুল কাইয়ুম ও জুলেখা বেগম সম্পর্কে শ্যালিকা-দুলাভাই।
হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকের হেলপার নুরনবীকে আটক করা হয়েছে। এ ছাড়া ট্রাকের ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।