যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কের বিতর্কিত শাহীন আজাদ গ্রেফতার

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কের আলোচিত শাহীন আজাদকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। শাহীন আজাদ অভয়নগরের রাজঘাট এলাকার আব্দুল আজিজের ছেলে।আদালত সূত্র জানায়, শাহীন আজাদ একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ৫ম আদলতের বিচারক তাকে সাজা প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দির্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন। অভয়নগর থানায় তার বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা আসলে রোববার (২১ এপ্রিল) পুলিশ তাকে গ্রেফতার করে। সূত্র জানায়, যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কের শুরুতেই তিনি ওয়ান ইয়ার নামের একটি প্রতিষ্ঠানে ছিলো। পরবর্তিতে ইনভেস্টর অ্যাসোসিয়েশনের আহবায়ক করা হয় তাকে। কিন্তু প্রতারণার দায়ে তিনি পদ হারান। নানা ধরণের অভিযোগে এক পর্যায় তিনি আইটি পার্ক ছাড়া হন। এরপর থেকেই তিনি আইটি পার্কের নাম ব্যবহার করে নানা ধরণের প্রতারণার সাথে যুক্ত ছিলেন। এদিকে অপর একটি সূত্র জানায় ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে ঢাকায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। এছাড়া চেক ডিজঅনার মামলাও রয়েছে আজাদের বিরুদ্ধে। এসবের কোনো একটি মামলায় সাজা হয় আজাদের। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *