শার্শা সীমান্ত এলাকা থেকে ছয়টি সোনার বারসহ চোরাকারবারি আটক

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরে ২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় এক চোরাকারবারিকে আটক করে তার ব্যবহারিত জুতার মধ্যে বিশেষ কায়দায় রাখা ৬টি স্বর্নের বার উদ্ধার করেছে। খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান গত, রোববার (২১ এপ্রিল) রাতে শার্শা উপজেলার গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে চয়ন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় আটক তার কাছ থেকে তার ব্যবহৃত জুতার মধ্যে বিশেষ কায়দায় রাখা ছয় পিস সোনার বার উদ্ধার করা হয়। আটক যুবক চয়ন যশোরের শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।
বিজিবি কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদে জানতে পারি এই সীমান্ত দিয়ে রাতে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবির টহলদল সীমান্তের মেইন পিলার ১৭ এর ৭ এস এর ৪২ আর পিলার থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোগা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে গোপনে অবস্থান করে। ওই সময় স্বর্ণ চোরাকারবারি একটি ব্যটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তখন ওই ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরন সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোন স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় স্বর্ণেরবারগুলো রয়েছে। এসময় তার জুতার ভেতরে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭০৪ গ্রাম। আটক স্বর্ণের সিজার মূল্য ৭২লাখ ০৮ হাজার ২৫৬ টাকা। লেঃ কর্ণেল খুরশিদ আনোয়ার বলেন, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *