কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সম্পন্ন
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের প্রতিক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের বরাত দিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১২ টার পর জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের উপস্থিতিতে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়। এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। এদের মধ্যে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী (আনারস) প্রতিক, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল (টেলিফোন) প্রতিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি (মোটরসাইকেল) প্রতিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডা: রাশেদ শমসের (হেলিকপ্টার) প্রতিক ও জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ (কাপ পিরিচ) প্রতিকে নির্বাচনী ভোটযুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ৩ জন প্রার্থীর মধ্যে কালীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল (উড়োজাহাজ) প্রতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিতা (চশমা) প্রতিক এবং ব্যবসায়ী আ’লীগ সমর্থক সঞ্জয় বিশ^াস পেয়েছেন (টিউবওয়েল) প্রতিক। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আ’লীগ সমর্থিত শাহানাজ পারভীন (হাঁস) প্রতিক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ’লীগ সমর্থিত তিথি রানী ভদ্র পেয়েছেন (ফুটবল) প্রতিক। উল্লেখ্য আগামী ৮ই মে উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হইবে।