রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন ম্যাককিওন
মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের বিশ্বরেকর্ডের মালিক কেলি ম্যাককিওন। টোকিওর নীল জলেও ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ান এ সাঁতারু। বিশ্ব রেকর্ড না গড়লেও অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছেন তিনি। টোকিওর অ্যাকুয়াটিক সেন্টারে গতকাল ৫৭.৪৭ সেকেন্ড সময় অলিম্পিকের রেকর্ড গড়েছেন ২০ বছর বয়সি ম্যাককিওন। গত মাসে অ্যাডিলেডে এ ইভেন্টে ৫৭.৪৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কানাডার কাইলি মাসকে হারিয়েছেন ম্যাককিওন। কাইলি মাস ৫৭.৭২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ৫৮.০৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক পান যুক্তরাষ্ট্রের রেগ্যান স্মিথ।
প্রথম ধাপে তৃতীয় স্থানে ছিলেন ম্যাককিওন। তবে শেষ ২৫ মিটারে রীতিমতো পুলে ঝড় তুলেছেন এ অস্ট্রেলিয়ান। জয়ের পর ম্যাককিওন বলেছেন, ‘এটা নিশ্চিতভাবেই এমন কিছু যা মানুষ স্বপ্ন দেখে, এটা এমন কিছু যার স্বপ্ন আমিও দেখেছিলাম। এটাকে বাস্তবে পরিণত করা সত্যিই অসাধারণ। আমাকে সমর্থন করায় দলের সবাইকে ধন্যবাদ।’