ক্লিমটের পেইন্টিং ৩৭৬ কোটি টাকায় বিক্রি

Share Now..

অস্ট্রিয়ান শিল্পী গুস্তাভ ক্লিমটের ‘পোর্ট্রেট অব মিস লিজার’ পেইন্টিং বুধবার ভিয়েনায় এক নিলামে সাড়ে ৩৭৬ কোটি টাকায় বিক্রি হয়েছে।

ভিয়েনার ব্যবসায়ী লিজার পরিবার ক্লিমটকে পোর্ট্রেটটি আঁকার জন্য বলেছিল। নাৎসি আমলে ইহুদি ঐ পরিবার নিপীড়নের শিকার হয়।

১৯১৭ সালের মে মাসে পোর্ট্রেটটি আঁকা শুরু করেছিলেন ক্লিমট। ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাসে ক্লিমট মারা যান। তাই পোর্ট্রেটের কিছু কাজ বাকি থেকে গিয়েছিল।

পোর্ট্রেটটি হারিয়ে গিয়েছে বলে অনেকদিন মনে করা হত। কিন্তু এটি আসলে কয়েক দশক ধরে ভিয়েনায় এক ব্যক্তির ভিলাতে ঝুলানো ছিল বলে নিলাম প্রতিষ্ঠান ইম কিনস্কি জানিয়েছে।

পেইন্টিংটির বর্তমান মালিক তার এক দূর-সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে দুই বছর আগে পোর্ট্রেটটি পেয়েছিলেন।

গতবছর ক্লিমটের ‘লেডি উইথ এ ফ্যান’পেইন্টিংটি লন্ডনে নিলামে এক হাজার ১১ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *