হামিদুর রহমান ইয়ুথ শুটিংয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন

Share Now..

ষষ্ঠ হামিদুর রহমান জাতীয় যুব শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এখন পর্যন্ত কারা পরবর্তীতে দেশের হয়ে গৌরব অর্জন করেছেন তা দেখাতে আগামী প্রজন্মের শুটারদের মঞ্চে তুলে আনলেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি লেঃ জেঃ আতাউল হাকিম সারওয়ার হাসান (অবঃ)। এরপরই মঞ্চে ডাকলেন শুটিংয়ে সাফল্য পাওয়া নারী শুটার কামরুন নাহার কলিকে। সম্প্রতি দুটি পুরস্কার পেয়েছেন কলি। 

আতাউল হাকিম পুরস্কার দুটি হাতে নিয়ে মঞ্চে তুলে আনলেন কলিকে। মঞ্চে দাঁড়ানো এগার বারো বছরের খুদে শুটারদের মাঝখানে দাঁড় করিয়ে দিলেন কলিকে। ছবি তুললেন। এরপর বললেন, ‘তোমরা দেখ। একদিন তোমরাও কলির মতো দেশ জয় করবে। পুরস্কার পাবে। দেশের মুখ উজ্জ্বল করবে। তোমাদের সবার ভেতরে অগ্নি আছে। এটাই জ্বালাতে হবে।’ কামরুন নাহার কলি বললেন, ‘হামিদুর রহমান যুব শুটিং নতুনদের জন্য বড় একটি সুযোগ। নতুনরা এই সুযোগ নিতে পারেন।’ ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিইও গীতিকার আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

গুলশানস্থ শুটিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী ষষ্ঠ হামিদুর রহমান ইয়ুথ শুটিংয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন এবং রাজধানী শুটিং ক্লাব রানার্সআপ হয়েছে। পিরোজপুর রাইফেল ক্লাবের তুখান খান, রাজধানী শুটিং ক্লাবের খাজা আব্দুল ওয়াহেদ, রুবিয়া নূর নেধি, বিকেএসপির ইরফান হোসেন, মান্নাত মুস্তফা প্রবন্তিকা, মনিকা বর্মন, আব্দুল্লাহ আল মাহমুদ, জিদান হোসেন, মৌমিতা আফরোজ রিয়া, মেট্রোপলিটন শুটিং ক্লাবের মাধীয়া মাহনূর নিজ নিজ ইভেন্টে প্রথম হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *