মণিপুরে ফের সহিংসতা, গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি

Share Now..

সহিংসতা যেন থামছেই না ভারতের মণিপুরে। আবারও নতুন করে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এই রাজ্য। গতকাল রবিবার সকালে পশ্চিম ইম্ফলে কাংপোকপি জেলাসংলগ্ন কাউতরুক গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

পুলিশ জানিয়েছে, সকালে কাংপোকপি জেলার পার্শ্ববর্তী পাহাড় থেকে ইম্ফল উপত্যকার কাউতরুক গ্রামে ঢুকে পড়ে একদল বন্দুকধারী। ঢুকেই ঘরবাড়ি ও গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তারা। গ্রামের নিরাপত্তায় থাকা স্বেচ্ছাসেবীরাও পালটা জবাব দেন। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় চলে। এ সময় গ্রামের নারী, শিশু ও বয়স্কদের  নিরাপদ জায়গায় সরিয়ে নেয় স্বেচ্ছাসেবী সদস্যরা। এ সময় পাম্পি নামে পরিচিত স্থানীয়ভাবে তৈরি মর্টার শেলও ছোড়া হয়, যা সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা।

পুলিশ জানায়, শুক্রবার ভোট শেষ হতেই ফের অশান্ত হয়ে ওঠে মণিপুর। ঐ দিন গভীর রাতে বিষ্ণুপুর জেলার নারাণসেনায় কুকি জঙ্গিদের হামলায় নিহত হন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের দুই সদস্য। 

গত বছরের মে মাসে জাতিগত সহিংসতায় উত্তাল হয়ে উঠেছিল কাউতরুক গ্রাম। ৩ মে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *