পূর্ব সুন্দরবনে আগুন

Share Now..

বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) দুপুরে আমুরবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকার বনে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়।

সুন্দরবন সংলগ্ন নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের মিনা জানান, শনিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার টহল ফাড়ির খাড়িরছিলা এলাকার বনে আগুন জ্বলতে দেখা যায়। বনের বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব ইত্তেফাককে বলেন, বনের মধ্যে ধোঁয়া দেখার খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *