উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী ক্রিকেটার

Share Now..

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী ২ জুন  যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে আফ্রিকার দেশ উগান্ডা। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফ্রিকার দেশটি।

আসন্ন বিশ্বকাপে উগান্ডাকে নেতৃত্ব দেবেন ব্রায়ান মাসাবা। এছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানি বংশোদ্ভূত রিয়াজাত আলি শাহ। চমক হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ৪৩ বছর বয়সী ফ্র্যাঙ্ক নসুবুগা।

বিশ্বকাপে গ্রুপ সি’তে রয়েছে উগান্ডা। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও আফগানিস্তান।

উগান্ডা দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), সাইমন সেসাজি, রজার মুকাশা, কসমস কয়েওয়াটা, দিনেশ নাকরানি, ফ্রেড আছিলাম, কেনেথ বিস্ব, অল্পেশ রামজানি, ফ্রাঙ্ক সুবুগা, হেনরি সেনিওন্দো, বিলাল হাসুন, রবিনসন ওবুয়া, রিয়াজত আলী শাহ (ভিসি), জুমা মিয়াজি, রনক প্যাটেল।

রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মেবেজা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *