ভাঙ্গায় ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামিরদী নামক বাসস্ট্যান্ডে শনিবার দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতা পুত্র সহ একই পরিবারের ৩ জন নিহত হয়।
নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের কোহলদিয়া গ্রামের আবুল কাশেম শেখ(৪০) তার পুত্র মোরসালিন শেখ(৮) ও একই পরিবারের নাজমুল শেখ(৩৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক বাকি মিয়া জানায়, ফরিদপুর থেকে ইট ভর্তি করে একটি ট্রাক ভাঙ্গার দিকে আসছিল সে সময় ভাঙ্গার দিক থেকে একটি মোটরসাইকেলে করে পিতা পুত্র ও ভাই মিলে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হামিরদী নামক বাসস্ট্যান্ড মোড়ে ট্রাক ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ট্রাকের ভিতর ঢুকে যায়।
তিনি আরও বলেন, স্থানীয় জনতা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মিলে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।