পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, নিহত ৭ 

Share Now..

পাকিস্তানের উত্তর ওয়াজির-ইস্তানে গতকাল শনিবার দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত সাতজন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানে প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

সূত্রগুলো জানিয়েছে, প্রথম হামলাটি তেহসিল দত্ত খেলের হাসান খেল এলাকায় হয়েছে। সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দলকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটনো হয়। এর কিছুক্ষণ পরেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে নিরাপত্তা বাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছেন। আহত হন দুইজন। 

স্থানীয় সূত্রগুলো জানায়, মির আলির সীমানে দেশটির নিরাপত্তা বাহিনীর চৌকিতে জঙ্গিরা হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য নিহত হয়। হতাহতদের বান্নুতে সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডন বলছে, হামলার পরেই নিরাপত্তা বাহিনী ওই দুই এলাকা ঘিরে রাখে এবং তল্লাশি অভিযান শুরু করে। সম্প্রতি পাকিস্তানে হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা পরিমাণ বেড়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *