চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা সদরে মহিলা কলেজ রোড়ে মোটরসাইকেল ট্রলি ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আ: রশিদ (৪০) নামে এক ওয়েলডিং মিস্ত্রি মারা গেছে। রবিবার (১২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ: রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি গ্রামের মৃত. মোজাম্মেল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ কর্মস্থল ওয়েলডিং এর দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় রশিদ। বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে মহিলা কলেজের সন্নিকটে পৌছালে একটি পাখি ভ্যানকে ওভারটেক করতে গেলে ইট ভাটার মাটি বহনকারি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে সে মারাতœক আহত হয়। এসময় পথচারিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জুবায়দা জামান জয়া তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জুবায়দা জামান জয়া জানান, হাসপাতালে পৌছানোর আগেই আ: রশিদ মারা যায়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।