চুয়াডাঙ্গায় চেতনানাশক ওষুধ খাইয়ে পাখিভ্যান ছিনতাই

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার জীবননগরে ইসরাফিল হোসেন (৩৫) নামের এক পাখিভ্যান চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে পাখিভ্যানটি ছিনতাই করেছে যাত্রীবেশী এক দুর্বৃত্ত। রোববার (১২ মে) সকালে উপজেলার ধোপাখালীর মাঠ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ভ্যান চালক ইসরাফিল হোসেন (৩৫) জীবননগর হাইস্কুল পাড়ার নুর মোহাম্মদের ছেলে। আহত ইসরাফিলের বোন মধু জানান, শনিবার (১১ মে) সন্ধ্যায় একজন দর্শনায় যাওয়ার জন্য আমার ভাইয়ের ভ্যান ভাড়া করে। তারপর সারারাত ভাই বাড়ি ফেরেনি। এ নিয়ে আমরা খুব চিন্তা টেনশনে ছিলাম। পরদিন রবিবার ভোরে সংবাদ পাই ভাই জীবননগর হাসপাতালে ভর্তি আছে। পরবর্তীতে জানতে পারি স্থানীয় লোকজন আমার ভাইকে ধোপাখালি গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুকুরে পানি না থাকায় আমার ভাইটি প্রাণে বেঁচে গেছে। ভুক্তভোগী ভ্যানচালক ইসরাফিল হোসেন জানান, অপরিচিত একজন আমার পাখিভ্যান ভাড়া করে পাশ্ববর্তী দামুড়হুদা উপজেলার দর্শনায় যায়। সেখানে ঘুরাঘুরি করে রাত ১০ টার দিকে লোকটি আবার আমার ভ্যানে করে জীবননগর ফেরার পথে আমাকে কোকের মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছিল বলে মনে হচ্ছে। কোক তেতো লাগছিল। দর্শনা থেকে ফেরার পথে ধোপাখালী এসে আমাকে ধাক্কা মেরে পুকুরের মধ্যে ফেলে দিয়ে লোকটি আমার পাখিভ্যান নিয়ে পালিয়ে যায়। পুকুরে পড়ার কিছুক্ষণ পর আমি অচেতন হয়ে পড়ি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান সুজন বলেন, রোববার ভোরে ইসরাফিল নামের এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আমরা তাকে হাসপাতালে ভর্তি রেখেছি। তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবেশে একজন কোকের সাথে চেতনানাশক ও চালককে মারধর করে পাখিভ্যান ছিনিয়ে নিয়েছে বলে জেনেছি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নুর মোহাম্মদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *