এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার শ্রেষ্ঠ শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
\ শৈলকুপা প্রতিনিধি \
যশোর শিক্ষা বোর্ডের অধিনে এবারো ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছেন ঝিনাইদহের শৈলক‚পা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এসএসসিতে ৯৭.৩০% পাশসহ জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। এমন অভূতপূর্ণ সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। রোববার (১২ মে) ফলাফল ঘোষণার পর থেকে বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ¡াস আর আনন্দে-উল্লাসে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। জিপিএ-৫ পাওয়া ফজলুল করিম আবির জানায়, এ ফলাফলের জন্য আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশনায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিক-নির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণেই এই ভালো ফলাফল সম্ভব হয়েছে। জিপিএ-৫ পাওয়া সাইফ হোসেন জানায়, স্যারদের কঠোর নজরদারিতে কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে আমার নয় শিক্ষকদের পরীক্ষা। প্রতিটা বিষয়ে যেখানে সমস্যা সেখানেই হাতেকলমে ধরিয়ে দিয়েছেন তারা। কৃতজ্ঞতা স্যারদের জন্য।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী জানান, শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টি বরাবরই মতো এবারও উপজেলায় সেরা ফলাফল করেছে। মূলত ঝিনাইদহের মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মহিদুল ইসলাম জানান আমি দায়িত্ব গ্রহনের পরে উপজেলা প্রশাসনের পরামর্শে এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সহযোগিতায় এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, এতো সুন্দর ফলাফলের পেছনে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে। ভালো ফলাফল করায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীতেও এর ধারবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে আহবান জানান তিনি।