গুরুতর অসুস্থ শমিতা শেঠি

Share Now..

এফএনএস বিনোদন: অসুস্থ বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। এন্ডোমেট্রিওসিস সমস্যায় ভুগছেন তিনি। স¤প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। গত মঙ্গলবার শমিতা শেঠি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অসুস্থতার খবর জানান। এ ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শমিতা শেঠি। ক্যামেরার পেছন থেকে কথা বলছেন শমিতার বোন শিল্পা শেঠি। অপোরেশন থিয়েটারে যাওয়ার আগে ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওর ক্যাপশনে শমিতা শেঠি লেখেন, ‘আপনি কি জানেন, ৪০ শতাংশ নারী এন্ডোমেট্রিওসিস সমস্যায় ভোগেন? অধিকাংশ নারী এ রোগ নিয়ে উদাসীন! আমি আমার দুই চিকিৎসককে ধন্যবাদ জানাতে চাই। গাইনোলজির ডা. নীতা ওয়ার্তি এবং ডা. সুনীতা ব্যানার্জি ততক্ষণ পর্যন্ত থামেননি, যতক্ষণ আমার ব্যথার মূল কারণ খুঁজে বের করতে পারেননি। অস্ত্রোপচারের মাধ্যমে এটি কেটে ফেলা হয়েছে। আমি ভালো স্বাস্থ্যের জন্য অপেক্ষা করছি। আমি এখন ব্যথামুক্ত।’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর শমিতার সুস্থতার জন্য প্রার্থনা করছেন তার সহশিল্পী ও ভক্ত-অনুরাগীরা। জানা যায়, জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম কোষ বা কলা যদি জরায়ুর বাইরে বাসা বাঁধে বা বর্ধিত হয়, তখন তাকে বলে এন্ডোমেট্রিওসিস। মাসিক চক্রে এন্ডোমেট্রিয়াম টিস্যু খসে গেলে ঋতু¯্রাব শুরু হয়। কিন্তু এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত নারীর জরায়ুর ভেতরের অংশ ছাড়াও এর বাইরের দিকে বিশেষত ডিম্বাশয়, গর্ভনালি, মলাশয়ের গায়ে এন্ডোমেট্রিয়ামের উপস্থিতি দেখা যায়। মাসিকের সময় এসব টিস্যু ছিঁড়ে রক্তক্ষরণ হয়। এ কারণে তলপেটে তীব্র ব্যথা হয়। রক্তক্ষরণের ফলে ডিম্বাশয়ে রক্ত জমে সিস্ট তৈরি হয়। একে চকলেট সিস্ট বলে। দীর্ঘদিন এ সমস্যায় ভুগলে ডিম্বাশয় ও জরায়ুতে টিউমার হতে পারে। ২০০০ সালে ‘মহব্বতে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শমিতা শেঠি। এতে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন- অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, উদয় চোপড়া প্রমুখ। তবে অভিনয় ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি শমিতা। শমিতা অভিনীত একাধিক সিনেমা ব্যর্থ হওয়ার পর ‘বিগ বস নাইন’, ‘ঝালাক দিখলা যা এইট’, ‘ফেয়ার ফ্যাক্টর: খাতড়ো কে খিলাড়ি নাইন’ রিয়েলিটি শোয়ে দেখা গেছে তাকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য টেন্যান্ট’। গত বছর মুক্তি পায় এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *