শৈলকুপায় ভোট বর্জনের ডাকে লিফলেট বিতরণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধূরী

Share Now..

\ বিশেষ সংবাদদাতা, শৈলকুপা \
শুক্রবার (১৭ মে) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা শহরের কবিরপুরে উপজেলা নির্বাচন সহ সকল স্থানীয় নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণ কর্মসূচীতে ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধূরী। তিনি বলেন, এ সরকার ইতিমধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের ভোটের ব্যবস্থা ধ্বংস করে, সাংবিধানিক ব্যবস্থা ধ্বংস করে, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে এদেশের জনগনের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন এ সরকারের অধীনে এদেশে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারে না। গত সংসদ নির্বাচনে দেশের শতকরা ৫ ভাগ মানুষও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। গত নির্বাচনে তারা দেশের জনগনকে হুমকি দিয়েছে ভোট কেন্দ্রে উপস্থিত না হলে বিধবা ভাতা বন্ধ করে দিব, মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দিব। শুক্রবার সকালে কেন্দ্রীয় বিএনপির ভোট বর্জনের এ লিফলেট বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড, আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড.আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন সহ সভাপতি উসমান আলী, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব, পৌর বিএনপির সহসভাপতি মিজানুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ কয়েক হাজার নেতাকর্মী। উল্লেখ্য শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ১৫ বছরের মধ্যে এটাই ছিল শৈলকুপা শহরে প্রকাশ্যে কোন কর্মসূচী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *