আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইসুরু উদানা

Share Now..

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন শ্রীলঙ্কান ৩৩ বছর বয়সের পেসার ইসুরু উদানা। তবে চালিয়ে যাবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। হঠাৎই তার এই অবসরের ঘোষণায় স্তম্ভিত ক্রিকেট বিশ্ব।

উদানার অবসরের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ড জানায়, ‘শ্রীলঙ্কার ক্রিকেটার ইসুরু উদানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে লঙ্কান ক্রিকেটকে অবহিত করেছেন।’

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটারদের দল থেকে ছাঁটাই করার মনোভাব প্রকাশ করে এসএলসি। তবে বোর্ডের রোষানলে পড়তে হয়নি উদানাকে। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও ছিলেন তিনি।

লঙ্কান এই পেসার জানিয়েছেন, ‘তরুণদের জাতীয় দলে সুযোগ করে দিতেই তার এই সিদ্ধান্ত। আমি মনে করি তরুণদের সুযোগ করে দিতে আমার সময়টা এসে গেছে।’

২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উদানার। ২০১২ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষিক্ত হন।
কোনো টেস্ট ম্যাচ খেলা না হলেও শ্রীলঙ্কার জার্সিতে ২১টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উদানা। দুই ফরম্যাটে যথাক্রমে ১৮ ও ২৭টি উইকেট শিকারে আছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দেখা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে অভিজ্ঞতার বিচারে মূল্যায়ন পাচ্ছিলেন। তবে এর মাঝেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ঘোষণা দিলেন অবসরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *