বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন শামীম রেজা

Share Now..

\ চৌগাছা প্রতিনিধি \
মঙ্গলবার (২১ মে) চৌগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তিন দিন আগেই বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও সর্ব কনিষ্ঠ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা। শনিবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম শাহীন এক পত্রে এই ঘোষণা দেন। ঘোষিত পত্রে বলা হয়েছে মাননীয় সুপ্রিমকোর্টের সিএমপি নং-৩৭৫-২০২৪ এর ১৫ মে তারিখের আদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ১৮ মে ১৭.০০.০০০০.০৭৯.৪০.০০৫.২৪-৩২৬ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ চৌগাছা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী থাকায় উপজেলা পরিষদ বিধিমালা, ২০১৩ এর বিধি ২৪ (১) অনুযায়ী শামীম রেজা, পিতা-মোঃ আওরঙ্গজেব, গ্রাম-মতমতপুর, ডাকঘর চৌগাছা, উপজেলা-চৌগাছা, জেলা-যশোরকে উল্লেখিত পরিষদের ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করিলাম। শামীম রেজা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *