ভালো উইকেটে না খেলাই ব্যাটিং ব্যর্থতার কারণ: শান্ত 

Share Now..

সম্প্রতি বোলিংয়ে এগিয়ে থাকলেও ব্যাটিং এর দিক থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর এটি আরও স্পষ্ট হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটারদের ফর্মহীনতা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মূল কারণ হিসেবে দেশের মাঠে ভালো উইকেটে না খেলাকে দায়ী করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক বলেন, ‘প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। কেউ কেউ অজুহাত মনে করতে পারেন তবে এটা বাস্তব যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলতে পারি।’ 

স্ট্রাইক রেটে উন্নতি আনতে হলে ভালো উইকেটে অন্তত এক-দুই বছর খেলার অভ্যাস জরুরি বলে মনে করেন শান্ত। তিনি আরও বলেন, ‘ছয় মাসে কোনো কিছু বদলানো কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক বা দুই বছর ধরে খেলি তাহলে স্ট্রাইক রেট উন্নতি হবে।’ 

দেশের মাটিতে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে যুক্তরাষ্ট্রে খেলতে যায় বাংলাদেশ দল। কিন্তু আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেখানে ২-১ ব্যবধানে সিরিজ হারে টাইগাররা। এই হারের পর দেশের ক্রিকেট মহলে অনেক প্রশ্ন উঠে আসে। 

তবে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘আমরা কিছু সিরিজ জিতেছি, বড় দলকেও হারিয়েছি। দলের আত্মবিশ্বাস ভালো আছে। আমরা সম্প্রতি যেমন ম্যাচ খেললাম (জিম্বাবুয়ে সিরিজ), বিশ্বকাপেও যদি তেমন খেলি, সিদ্ধান্তগুলো ঠিকমতো নিতে পারি, আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু হওয়া সম্ভব।’ 

One thought on “ভালো উইকেটে না খেলাই ব্যাটিং ব্যর্থতার কারণ: শান্ত 

  • May 28, 2024 at 1:26 pm
    Permalink

    Awesome! Its really remarkable piece of writing, I have got much clear idea regarding from
    this post.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *