ইবি শিক্ষকদের টানা ২ ঘন্টা ক্লাস বর্জন

Share Now..

\ ইবি প্রতিনিধি \
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন সংক্রান্ত নীতিমালার প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে ক্লাস বর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহŸানে মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির এ কর্মসূচি গ্রহণ করেন তারা। তবে পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত ছিল। তাদের অন্য দুই দাবি হলো-প্রতিশ্রæতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন। কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে অংশ নেননি। তবে চলমান পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত ছিল বলে জানিয়েছেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, আমরা ফেডারেশনের সিদ্ধান্তে এই কর্মবিরতি পালন করেছি। এমনকি আমাদের সব শিক্ষকই জোরালভাবে এই কর্মসূচি পালন করেছেন। যদি দাবি না মানা হয় আগামী ৪ জুন শিক্ষক ফেডারেশন কঠোর কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরাও ফেডারেশন সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি পালন করে যাব। এর আগে গত ২৬ মে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। এতে আগামী ৪ জুনের মধ্যে সুরাহা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *