কাপুর পরিবারে ‘ফাটল’, মুখ দেখাদেখি বন্ধ অনিল-বনির
বলিউডের কাপুর পরিবারের দুই ভাই অনিল ও বনির মধ্যে নাকি মুখ দেখাদেখি বন্ধ। ‘নো এন্ট্রি ২’ সিনেমাতে অনিল কাপুরের কাজ করার কথা থাকলেও, শেষ মুহূর্তে এসে বাদ যান তিনি। তাই এসিনেমার প্রযোজক বনি কাপুরের ওপর চটেছেন অনিল।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পরিচালক আনিজ বাজমি জানান, নো এন্ট্রিতে দেখা গিয়েছিল সালমান খান, অনিল কাপুর, ফারদিন খান, এশা দেওল, লারা দত্ত, বিপাশা বসু এবং সেলিনা জেটলিকে।
কিন্তু ‘নো এন্ট্রি ২’তে দুর্ভাগ্যবশত, বনি তার ভাইয়ের জন্য ‘কোন স্থান’ রাখেননি। এ সিক্যুয়েলে দিলজিৎ দোসাঞ্জ, বরুণ ধাওয়ান এবং অর্জুন কাপুরকে দেখা যাবে।
এই প্রসঙ্গে আনিজ বলেন, ‘আমি অনিলজির সঙ্গে অনেক কাজ করেছি। অনিলজি শুধুমাত্র একজন অভিনেতা হিসেবেই নো এন্ট্রিতে জড়িত ছিলেন। তিনি সবসময় জিজ্ঞাসা করতেন, ‘কেয়া করনা হ্যায়?’
তিনি আগের সিনেমাটিতে দুর্দান্ত অভিনয় করেছেন এবং লোকেরা তার চরিত্রটিকে পছন্দও করেছে, তাই স্বাভাবিকভাবেই তিনি অনুভব করবেন, ‘আমি এই ছবিতে কেন নেই’?’
তিনি আরও বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে ভালোবাসা অপরিসীম। আমার মনে হয় ওরা দুজনেই কয়েকদিনে পুরো ব্যাপারটা সামলে নেবেন। আমার মতে, এতে আমার না ঢোকাই ভালো হবে। তাদের কাউকেই দরকার নেই মিটমাট করতে।’
এছাড়া এক সাক্ষাৎকারে বনিকে বলতে শোনা যায়, নো এন্ট্রি ২-তে অনিলের কাজ করার ইচ্ছে ছিল। তিনি চেয়েছিলেন, ভাইকে বুঝিয়ে বলতে যে, তার উপযোগী কোনও চরিত্রই এই সিনেমাতে নেই।
কিন্তু তিনি সেই খবর ফাঁস করার আগেই, কাস্টের নাম ফাঁস হয়ে যায়। বনি বলেছিলেন, ‘আমার ভাই এখনও ঠিকমতো কথা বলছে না আমার সঙ্গে। আমি আশা করি খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।’
এদিকে অনেকের দাবি, অর্জুনকে ফোকাসে রাখতে চান প্রযোজক বাবা। এই কারণে শুধু অনিল নয়, সালমান খানও বাদ। এমনিতেও, সালমানের ভাই আরবাজের প্রাক্তন বউ মালাইকার সঙ্গে প্রেম করার কারণে ভাইজানের বিষ নজরে অর্জুন। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাননি বনি।