চুয়াডাঙ্গার বসুভান্ডারদহ গ্রামের ধনিয়া গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

Share Now..

\ সরোজগঞ্জ প্রতিনিধি \
চুয়াডাঙ্গার বসুভান্ডারদহ গ্রামের ভূমিহীন ছাত্তারের ১০ কাঠা জমির ধনিয়া গাছ কেঁটে দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে চুয়াডাঙ্গা জেলা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদহ গ্রামের মৃত তুরাব আলীর ছেলে আব্দুর ছাত্তার বসুভান্ডারদহে ঈদগার মাঠে অন্যের জমি লিজ নিয়ে দশ কাঠা ধনেপাতার চাষ করেছিলেন। ছাত্তার বলেন আমার নিজের কোন জমি নেই অন্যের জমি লিজ নিয়ে আমি চাষ করেছিলাম। তবে ১০ কাঠা জমির ধনিয়াপাতার গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৮ মে) রাতে। এই বিষয়ে সাত্তার ও তার স্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন ছাত্তার গত মঙ্গলবার রাতে বাইরে ছিলেন, তবে ছাত্তারের নিজ বাড়িতে সন্ধ্যা রাতে বসুভান্ডারদহ গ্রামের ঠান্ডুর ছেলে মোখলেস ও একই গ্রামের আজিমের ছেলে রফিক সহ বেশ কয়েকজন আমার বাড়িতে খোঁজ নেয় ছাত্তার কোথায় আছে, আমার স্ত্রী তাদেরকে জানিয়েছে আমার স্বামী বাইরে আছে। সেই সময়ে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে আমার ঈদগাহ মাঠের ধনেরপাতা জমিতে সব ধনেরপাতা কেটে দিয়েছে বলে জানিয়েছেন। ছাত্তার আরও জানিয়েছে আমি উপজেলা নির্বাচনের ঘোড়া প্রতীকে ভোট করেছিলাম সেই সূত্র ধরেই মোকলেস ও রফিকসহ বেশ কয়েকজন আমার সাথে শত্রæতা করে আমার জমিতে ধনেরপাতাগুলো কেটে দিয়েছে। আমার ধনের দাম হয়েছিল ৫০ হাজার টাকা এমনটাই ক্ষতি হয়েছে। এ সময়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নঈম হাসান জোয়ার্দ্দার। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা করবেন বলে আমাকে জানিয়েছে। এদিকে কথা বলা হয়েছে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার সাথে তিনি সাংবাদিকদের জানিয়েছে যে কিছু কুচক্রি মহল আমার এই নির্বাচন কেন্দ্রিক ঘোড়া প্রতিকে ভোট করায় আমার কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং কর্মীদের জমির ফসলও কেটে দিয়েছে এমনটাই দেখতে পেয়েছি। তবে সকল ব্যক্তিদের আমি বলতে চাই ভবিষ্যতে আমার নেতাকর্মীদের কোন ক্ষয়ক্ষতি দেখতে চাই না। তবে অপরাধীদের খতিয়ে দেখে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উৎসুক জনতা ঐ ধনেপাতা জমিতে ভিড় করেন। এ সময়ে যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। এছাড়াও শংকরচন্দ্র ইউনিয়নের যুবলীগের সভাপতি ও মেম্বার আব্দুল কালাম ও ইমরান মেম্বার, যুবলীগ নেতা ছোট মানিক, ছোট জুয়েল, মমিনসহ, অনেকেই সাত্তারের ধনিয়াপাতার চাষের জমিতে পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *