মহেশপুরের দোবিলা বিল থেকে উত্তোলন করা প্রায় ৪ হাজার ট্রাক বালুর মধ্যে অর্ধেক জব্দ, নিলাম ২ জুন
\ পৌর প্রতিনিধি মহেশপুর \
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুরের দোবিলা বিল দখল করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন কয়েকটি শক্তিশালী সরকার দলীয় বালু সিন্ডিকেট। বালু উত্তোলন বন্ধ থাকলেও ইতোমধ্যে বিলের দু’পাশের ৪/৫টি স্থানে বিশাল বালুর স্তুপ করেছেন ওই সিন্ডিকেট। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা প্রায় ৪ হাজারের অধিক ট্রাক বালু বিক্রির অপেক্ষায় স্তুপ করছেন তারা। এ বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশ হলে উত্তোলনকৃত বুল জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন। তিনি ৪/৫টি বালু স্তুপের মধ্যে মাত্র দু’টি স্পটের ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন। যা ২ জুন নিলাম দেওয়ার সিন্ধান্ত করে নোটিশ বোর্ডে নিলাম বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ্য করেছেন সরকারি জলমহল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারনে মোবাইলকোর্ট পরিচালনা করে দু’টি স্থান থেকে ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অথচ একই বিল থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা ৩টি স্পটের প্রায় ২ হাজার ট্রাক বালু রয়ে গেল ধরা ছোয়ার বাইরে। তারা দিনে ও রাতে ট্রাক ভর্তী করে তাদের বালু অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান দোবিলা বিল পাড়ের বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক বলিভদ্রপুর ও আজমপুর বিলপাড়ের কয়েকজন জানান, ৩টি স্পটের বালু উত্তোলন কারীরা নেতা হওয়ার করনেই তাদের বালু জব্দ করা হয়নি। ছোট দু’নেতার বালু জব্দ করা হয়েছে। শ্রীরামপুর গ্রামের চঞ্চল জানান, আমি যে বালু উত্তোলন করে রেখেছি তা গ্রামবাসীর কারনে আনতে পারছি না। গ্রামবাসীরা ট্রাক আটকে দেওয়ার কারনে যত ঝামেলা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, আজমপুর ইউনিয়নের সরকারি দোবিলা বিলের এপার থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা দু’টি স্পটের বালু জব্দ করা হয়েছে। যা ২ জুন নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। পরে বাকিগুলা দেখব।
We’re a gaggle of volunteers and starting a brand new scheme in our community.
Your site offered us with valuable information to work on.
You’ve performed a formidable job and our entire group shall
be grateful to you.
I am really loving the theme/design of your website.
Do you ever run into any web browser compatibility issues?
A few of my blog audience have complained about my website not operating
correctly in Explorer but looks great in Firefox. Do you have
any advice to help fix this issue?