পিরোজপুরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
স্বরূপকাঠিতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কুনিয়ারী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সাইফুল (৩৭) ও শাকিল (২৬)।
নিহত সাইফুল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. ফজলুল করিমের ছেলে এবং শাকিল একই এলকার সাবেক ইউপি সদস্য মো. শাহিদুল ইসলামের ছেলে। পুলিশ বাসচালক রিপন মালাকারকে আটক ও বাসটি জব্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ও শাকিল মোটরসাইকেলযোগে বরিশাল যাওয়ার পথে স্বরূপকাঠিগামী ‘শুভেচ্ছা ১’ নামে বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়।এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহারুখ মালিক বলেন, হাসপাতালে আনার পূর্বে তাদের মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার এস আই মো. পনির খান জানান, বাসচালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।