শৈলকুপায় কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইরেসপো ২য় পর্যায় এর স্কুলগামী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন রোজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল এন্ড কলেজে কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে ১০০ জন কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণসহ সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বক্তারা বাল্য বিবাহ,আত্মহত্যা,নারী নির্যাতন ও বয়ঃসন্ধিকালীন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি ঝিনাইদহের উপ পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেলী ইসলাম, আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্স উপদেষ্টা মোঃ মাসুদ কুরিম,কোর্স পরিচালক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল হাসান ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনায়েতুল্লাহ সহ আরো অনেকে।

One thought on “শৈলকুপায় কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত

  • June 13, 2024 at 12:11 pm
    Permalink

    I have been surfing online more than 2 hours today, yet I never found any interesting article like yours.
    It’s pretty worth enough for me. Personally, if all website owners and bloggers made good
    content as you did, the web will be much more useful than ever before.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *