বাংলাদেশ-ভারত ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এমন বাঁচা-মরার ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সমীকরণ মেলাতে হবে দু’দলকে।
শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হাসান শান্তর দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি। আবহাওয়ার দোলাচলে থাকছে এই ম্যাচটি।
ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বাংলাদেশ-ভারতের ম্যাচ চলাকালে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা নেই। তাতে খেলা সাময়িক সময়ের জন্য স্থগিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে।
পূর্বাভাস অনুযায়ী আরও জানা যায়, ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০-১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টি হতে পারে। তাতে খেলা সাময়িক বিঘ্নিত হলেও পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই।