তরুণ প্রতিভার কাঁধে ব্রাজিল

Share Now..

গত কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। বিশ্বকাপও খুব একটা ভালো যায়নি নেইমারদের কাছে। এবার তিনি নেই। দায়িত্ব এসে পড়েছে নতুনদের ওপর। তিতেকে সরিয়ে নতুন কোচ হয়েছেন ৬২ বছর বয়সি দোরিভাল সিলভেসত্রে জুনিয়র। এবার কি কোপায় বাজিমাত করতে পারবেন সেলেকাওরা?

এসব নিয়ে কথা উঠছে। কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ খেলেছে। এবার ব্রাজিলের মাঠে নামার পালা। আগামী ২৫ জুন সকাল ৭টায় ব্রাজিল খেলবে কোস্টারিকার বিপক্ষে। কোপার ডি গ্রুপে খেলবে বিশ্ব র্যাংকিংয়ের ৪ নম্বরে থাকা ব্রাজিল।

কোচ দোরিভাল জুনিয়র এবারই প্রথম ব্রাজিল দলের দায়িত্ব পেলেন। এর আগে তার কোচিং ক্যারিয়ার শুরু ২০০২ সাল হতে। কোচিং ক্যারিয়ারটা পুরো সময়টা কেটেছে ক্লাব কোচিংয়ে। কখনো ব্রাজিলের জাতীয় দলে খেলেননি এই সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার। চলতি বছরের শুরুতেই পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচিংয়ের কঠিন দায়িত্ব এসে পড়ে দোরিভালের ওপর। এখনো পর্যন্ত চমকপ্রদ কিছু করতে পারেননি তিনি। নতুন দলকে সাজিয়ে নিতে যে সময় লাগবে, সেটাই স্বভাবিক। তবে ব্রাজিল ভক্তদের আশ্বস্ত করতে পারে আর্জেন্টিনার স্কালোনির ইতিহাস। তিনিও কিন্তু ব্যর্থতা পেরিয়ে সাফল্যের মুখ দেখেছিলেন। ব্রাজিল ভক্তরা দেখছেন তাদের প্রিয় দলে নেই নেইমার, চোটের কারণে। বাদের তালিকায় রয়েছেন ক্যাসিমিরোর মতো মিডফিল্ডার। তবে একরাশ তরুণ প্রতিভার কাঁধে এখন ব্রাজিল গুরুভার। যাদের ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত। ভিনিসিয়াস, রদ্রিগোরা গতি আর স্কিলে দুরন্ত ফুটবল খেলছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। সেই ফর্মই ধরে রাখতে চাইবেন কোপাতে। লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজদের মতো ইপিলের তারকাও সাহায্য জোগাবেন পেছন থেকে। তবে বিশেষ নজর রাখতে হবে ১৭ বছর বয়সি এন্ড্রিকের দিকে। যাকে এর মধ্যেই কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ।  বিশ্বফুটবল কাঁপাতে তৈরি এন্ড্রিক।

দলের দুর্বলতার কথা বলতে গেলে প্রথমেই আসে নেইমারের  নাম। নেইমারের অভাব ভোগাতে পারে ব্রাজিলকে। ব্রাজিলের জার্সিতে আক্রমণের নেতৃত্বে থাকেন নেইমার। তার জায়গায় কে খেলবেন কোপায় সেটাই দেখার বিষয়। সমস্যা অন্য জায়গাতেও আছে। ডিফেন্সে কারা খেলবেন, তা নিয়ে দ্বিধা রয়েছে। সেক্ষেত্রে অভিজ্ঞতার অভাব বাধা হয়ে উঠতে পারে। রিজার্ভ বেঞ্চও খুব একটা শক্তিশালী নয়। তাছাড়া তুমুল প্রত্যাশার চাপ রয়েছে ভিনিসিয়াসদের ওপরে। দীর্ঘদিন সাফল্য নেই। পুরোনো সাম্বা ছন্দের ঝলক কতটা কার্যকরী, তা নিয়েও প্রশ্ন উঠছে। ব্রাজিল কাছে এবার সুযোগ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আগামী মঙ্গবার কোপায় নিজেদের প্রথম খেলায় কারা থাকতে পারেন সম্ভাব্য একাদশে এমন একটা তালিকায় কারা আসতে পারেন,  অ্যালিসন বেকার, দানিলো, মারকুইনস, এদের মিলিতাও, ওয়েন্ডেল, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজ, রদ্রিগো, এন্ড্রিক, ভিনিসিয়াস জুনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *