সিংগাপুরে হকিতে নারীদের ইতিহাস, পুরুষরা ফাইনালে

Share Now..

সিংগাপুরে অনুষ্ঠানরত এশিয়ান হকি ফেডারেশরনের (এএইচএফ) টুর্নামেন্ট অনূর্ধ্ব-২১ মেয়েদের হকিতে বাংলাদেশ দল ইতিহাস গড়েছে। বাংলাদেশ দল এশিয়া কাপে খেলার যোগ্যতা লাভ করেছে। এবারই প্রথম মেয়েদের দল ভালো জায়গায় খেলার সুযোগ পেয়েছে। চাইনিজ তাইপের কাছে হেরেছে। বাকি সব ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। আজ স্বাগতিক সিংগাপুরের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের শেষ খেলা। জিতলে রানার্সআপ হবে। দেশের হকির জন্য সুখবরই বটে। 

প্রথম এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার পথ তৈরি করেছেন বাংলাদেশের মেয়েরা। মেয়েদের খেলা হচ্ছে সাত দেশ নিয়ে। এটি লিগ পদ্ধতির খেলা। সবাই সবার বিপক্ষে খেলছে। গতকাল নিজেদের ৫ নম্বর খেলায় ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ১০-০ গোলে জিতেছে। ১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এশিয়া কাপের টিকিট পেয়ে যায়। এর আগে ২০১৯ সালে সিংগাপুরে এএইচ কাপ হকিতে বাংলাদেশ একটি মাত্র ম্যাচ জিতেছিল, সেটি শ্রীলঙ্কার বিপক্ষে। এবার অন্য রকম চিত্র। সিংগাপুরে মেয়েদের দল যখন উড়ছে তখন বাংলাদেশের ছেলেদের হকি দল (অনূর্ধ্ব-২১) ফাইনালে উঠেছে। আজ বিকেলে ফাইনালের প্রতিপক্ষ চীন। 

গতকাল সেমিফাইনালে বাংলাদেশ ৫-১ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। সেমিফাইনালে প্রথমেই গোল হজম করে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, বড় ব্যবধানেই ম্যাচ জিতেছে, ৫-১ গোলে। জয়ের গোলে খেলায় ফেরে ১-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ। অন্য গোলগুলো করেন আব্দুল্লাহ ও আমিরুল। ম্যাচ-সেরা হয়েছেন রাকিবুল হাসান। ছেলেদের এই টুর্নামেন্টে ১১ দল খেলছে। এর মধ্যে ৫ দল আগামী অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে খেলবে। টানা ৩ ম্যাচ জিতে এশিয়া কাপের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *