আজ বিয়ে, কোন রঙে সাজছেন সোনাক্ষী

Share Now..

বলিউডের সিনহা বাড়ি ‘রামায়ণে’ বিয়ের বাদ্য বাজছে। প্রায় ৭ বছর প্রেম করার পর আজ ২৩ জুন, রোববার সোনাক্ষী সিনহা-ইকবাল জাহির গাঁটছড়া বাঁধতে চলেছেন। ইতোমধ্যেই বরের বাড়ি থেকে বিয়ের লেহেঙ্গা পাঠানো হয়েছে কনের কাছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের জন্য সাদা রং বেছে নিয়েছেন সোনাক্ষী। জাহির ইকবালের বাড়ি থেকে গাড়িতে করে নববধুর জন্য সাদা লেহেঙ্গা নিয়ে যাওয়ার সময় ফটোসাংবাদিকদের ক্যামেরায় তা ধরা পড়েছে। মুহূর্তেই সে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই মন্তব্য করেন, ‘নববধূর পোশাক প্রস্তুত। এ বার শুধু সোনাক্ষীকে এই সাজে দেখার অপেক্ষা।’ 

আইনি মতেই দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করছেন অভিনেত্রী সোনাক্ষী। আইনি বিয়ে সারার পরেই আয়োজন করা হয়েছে এলাহি রিসেপশনের।

রাত ৮টা থেকে শুরু হবে রিসেপশনের অনুষ্ঠান। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনও রঙের পোশাক পরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *