কয়রায় চলছে বিদ্যুৎ লোডশেডিং-এর মহোৎসব

Share Now..

\ কয়রা প্রতিনিধি, খুলনা \
খুলনার কয়রা উপজেলায় প্রচন্ড তাপদাহে পল্লী বিদ্যুৎ-এর লোডশেডিং এর মহোৎসব। গরমে মানুষের যখন হাস-পাস উঠছে তখনই কয়রায় ঘন্টায় ৩/৪ বার বিদ্যুৎ যাওয়া আশা করছে বলে অভিযোগ উঠছে। মঙ্গলবার (২৫ জুন) সরজমিন কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি, কয়রা সদর এর ৪,৫,৬ কয়রা ও উত্তর বেদকাশি ইউনিয়ন বতল বাজার, বড় বাড়ি, পাথরখালি গ্রাম ঘুরে বিদ্যুৎ ব্যবহারকারী সাধারণ গ্রাহকরা বলেন দিন ও রাত মিলিয়ে ২৪ ঘন্টায় ১৭/১৮ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি না আমরা। প্রচন্ড গরমে সময়মত বিদ্যুৎ না থাকায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের দাবি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হোক। এদিকে চরম দুর্ভোগে পড়ছে এসব এলাকার ছোট, ছোট চা দোকানদাররা। তারা বলছে সকালে ও সন্ধ্যায় আমাদের দোকানে একটু বেচা-কেনা হয় সেই সময় বিদ্যুৎ থাকেনা এতে করে চরম বিপাকে পড়তে হচ্ছে। সাধারণ খেটে খাওয়া দিন মুজুরেরা বলছে এক বেলা আমরা কাজ করি দুপুরের সময় ২/৩ টার দিকে আমরা একটু রেষ্ট করি সেই সময়ও বিদ্যুৎ থাকে না। ৫/৬ কয়রা গ্রামের কয়েকজন অবিভাবকের উদ্বেগ প্রকাশ করে বলেন গত কয়েক সপ্তাহ যাবত প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাচ্ছে। আমাদের ছোট ছোট ছেলে মেয়ের লেখা পড়ার ক্ষতি হচ্ছে। বিষয়টা নিয়ে একাধিকবার কয়রা সব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খুলনা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান বলেন বিষয়টা তো আমি জানিনা তবে কি কারণে এত লোডশেডিং হচ্ছে তার খোঁজ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *