কৃষকের মাছ ধরা ফাঁদে বিষধর রাসেল ভাইপার \ পুরস্কারের আশায় নিয়ে এলেন বাড়িতে

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহের মহেশপুরে কৃষকের মাছ ধরা ফাঁদে রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। সাপটির দৈর্ঘ্যে সাড়ে ৩ ফুট। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১২ টায় মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামে ভারতের সীমান্তবর্তী ইছামতি নদীতে মাছ ধরা ফাঁদে সাপটি ধরা পড়ে। পরে পুরস্কারের আশায় সাপটি জীবিত উদ্ধার করে বন কর্মকর্তাদের খবর দেন। এসময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। সাপ উদ্ধার করা কৃষক উজ্জ্বল হোসেন স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের মৃত নুর ইসলাম মেম্বারের ছেলে। উজ্জ্বল হোসেন ঢাকা পোস্টকে জানান, তিনি একজন কৃষক। ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি বিশেষ যন্ত্র পেতে রেখেছিলেন। প্রতিদিনই একবার করে ওই যন্ত্রটা দেখা হয় মাছ ধরা পড়েছে কিনা। আজও বেলা ১২টার দিকে মাছ দেখতে নদীতে যাই। যন্ত্রগুলো দেখতে গিয়ে দেখি এই সাপ। বিভিন্ন অনলাইনে এখন দেখতে পাচ্ছি এমন কালারের সাপ রাসেল ভাইপার খুবই বিষাক্ত। এবং আমরা এটা জানতে পেরেছি এই সাপ জীবিত ধরে দিতে পারলে পুরস্কার দিচ্ছে। এজন্য এই যন্ত্র সহকারে বিষধর এই সাপটি বাড়িতে নিয়ে এসেছি। বন বিভাগের কর্মকর্তাদেরকে খবর দিয়েছি। তিনি জানান, এটি একটি বিষধর সাপ। এই সাপের কামড়ে আমাদের গ্রামে দুইজন মানুষ মারা গেছে। কিন্তু আমরা একে শিয়ালজান্তা বলেই জানি। এখন বিভিন্ন নেটে, পত্রপত্রিকায় আমরা জানতে পেরেছি বিষধর এই সাপটি ধরে দিতে পারলে পুরস্কার দিচ্ছে। এ কারণেই বিষধর সাপটি আমি বাড়িতে নিয়ে এসেছি। বিপুলবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খেদের আলী ঢাকা পোস্টকে বলেন, আমরা জানতে পেরেছি, আমাদের গ্রামের কৃষক উজ্জ্বল হোসেন নদীতে মাছ ধরা ফাঁদে একটি রাসেল ভাইপার সাপ ধরেছে। সাপটি খুবই বিষধর। সে সাহস করে এই সাপটি যন্ত্রসহকারে বাড়িতে নিয়ে এসেছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় জানতে পেরেছি, বিষধর এই সাপটি জীবিত উদ্ধার করে বন কর্মকর্তাদের মাধ্যমে দিতে পারলে পুরস্কার দিচ্ছে। এজন্য কৃষক পুরস্কার পাবার আশায় সাপটি বাড়িতে নিয়ে এসেছে। বন বিভাগের কর্মকর্তাদেরকে জানান হয়েছে তারাও বেনাপোল থেকে রওনা দিয়েছেন। বন বিভাগের বেনাপোল অফিসের জুনিয়র ওয়াইল্ড স্কাউট মোঃ জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খুলনা হেড অফিসের মাধ্যমে জানতে পেরেছি, ঝিনাইদহের মহেশপুরে কৃষকের মাছ ধরা ফাঁদে একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। আমরা বেনাপোল অফিস থেকে মহেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘটনাস্থলে যাওয়ার পর সাপটি দেখে তারপর আমরা সিদ্ধান্ত নিব কি করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *