হারের পর আফগান কোচের ক্ষোভ

Share Now..

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের এখন বাকি এক ম্যাচ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কেনসিংটন ওভাল স্টেডিয়ামে। আগামীকাল রাত সাড়ে ৮টায় উইন্ডিজের বার্বাডোজে দেখা যাবে সেই লড়াই। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে প্রথম বারের মতো দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে বিধ্বস্ত করে তারা ফাইনাল খেলার টিকিট নিশ্চিত করেছে। এদিকে প্রথম বারের মতো সেমিতে খেলা আফগানিস্তান হারের পরে বেশ কয়েকটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। দলটির কোচ কিছুটা দ্বিধায় থাকলেও উইকেট ও ঠাসা সূচি নিয়ে মুখ খুলেছেন।

আফগান কোচ জনাথন ট্রট বলেছেন, ‘এখন বেশি কিছু বলতে চাই না। নিজেকে সমস্যায় ফেলতে চাই না। তবে যে ধরনের উইকেটে খেলা হয়েছে, সেটি নিয়ে কথা না বলে থাকতে পারছি না। আমি বোলারদের বিপক্ষে কথা বলছি না, উইকেট ফ্ল্যাট করে তৈরি করা হোক সেটিও বলছি না। কিন্তু সবাই যেন সমানভাবে খেলতে পারে, এমন উইকেট চেয়েছিলাম এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে। এমন উইকেটে ব্যাটাররা ভয় পেয়েছে রান করতে। তারা বল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। টি-টোয়েন্টিতে এমনটা মেনে নেওয়া যায় না।’

এদিকে দলের ভরাডুবির জন্য আফগানিস্তানের কোচ ঠাসা-সূচিকেও দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলা শেষে রাত ৩টায় হোটেলে ফিরেছি। এরপর সেমিফাইনাল খেলার জন্য সকাল ৮টায় আবার হোটেল ছাড়তে হয়েছে। পর্যাপ্ত ঘুমও হয়নি। প্রস্তুতিরও সুযোগ মেলেনি। সব মিলিয়ে খেলোয়াড়েরা শারীরিক ও মানসিক দিক থেকে ক্লান্ত ছিল। এক্ষেত্রে সূচিতে কিছুটা সময় বিশ্রামের জন্য দেওয়া উচিত ছিল।’ শুধু আফগান কোচ নন, এ বিষয়ে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, এই সূচি দিয়ে ক্রিকেটারদের অসম্মান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *