মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Share Now..
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ছয়ঘরিয়া গ্রামে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) বিকালে এই মৃত্যুর ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নূর বারীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় কাজীরবেড় ইউনিয়নের সাবেক মেম্বর রেজাউল ইসলাম খবর নিশ্চত করে জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ধান ক্ষেতে কাজ করছিলেন জাহাঙ্গীর। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর খবর তিনি শুনেছেন।