চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত উপসর্গে নিয়ে ৭ জনের মৃত্যু; আক্রান্ত ৩৯ জন
Share Now..
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের লাল জোনে একজন মারা গেছেন। বাকি ছয়জন উপসর্গ নিয়ে হাসপাতালে হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহ¯পতিবার (৫ আগস্ট) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এদিন ২০৫ নমুনা পরীক্ষায় ৩৯ জন পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে সদরে ১৫, আলমডাঙ্গায় আট, দামুড়হুদায় ৯ এবং জীবননগর উপজেলায় ৭ জন রয়েছেন।