বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো ভারত 

Share Now..

পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। সেইসঙ্গে ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ২০০৭ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত।

চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল কত প্রাইজমানি পেল সবার আগ্রহ এখন সেই জায়গায়। প্রথমবারের মতো ২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিয়েছে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজমানি।

এছাড়া রানার্স আপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১.২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকা। এদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি ইংল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। 

বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়া দলগুলোর জন্য নূন্যতম প্রাইজমানি ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকারও বেশি। সে হিসাবে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয়া বাংলাদেশ শুধু প্রাইজমানি হিসাবে এই পরিমাণ অর্থ পেয়েছে।

এছাড়াও এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার বা ৩৬ লাখ ৫৩ হাজার টাকা। সে হিসেবে ভারতের টাকার অঙ্কের পরিমাণটা আরও বেশি। ফাইনাল পর্যন্ত অপরাজিত থাকা ভারত গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে ম্যাচ জিতেছে মোট ৬টি ম্যাচ। সে হিসেবে অতিরিক্ত ২ কোটি ১৯ লাখেরও বেশি টাকা পাচ্ছে ভারত। চ্যাম্পিয়নের ২৮ কোটি ৭৫ লাখ ও ম্যাচ জয়ের বোনাস হিসেবে ২ কোটি ১৯ লাখ মিলিয়ে আসর থেকে ভারতের মোট প্রাইজমানি প্রায় ৩১ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *