সেঞ্চুরির অপেক্ষায়…
বিয়ের পর খুব অল্প সিনেমাতেই দেখা মিলছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। সেই তালিকায় থাকা ‘চান্দু চ্যাম্পিয়ন’ সম্প্রতি মুক্তি পেয়েছে। তবে সিনেমাটি অনেকটা ধীর গতিতে প্রভাব ফেলছে বক্স অফিসে। মুক্তির ১৪ দিনে মাত্র ৬০ কোটি ঘরে তুলেছে চান্দু চ্যাম্পিয়ন। যদিও প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে আয় বেড়েছে সিনেমাটির। অনেকেই ধারণা করছেন এ সপ্তাহে সিনেমাটি সেঞ্চুরির দেখা পেতে পারে। বিষয়টি নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন ক্যাটরিনা।
কারণ গত বছর মুক্তি পাওয়া তার টাইগার থ্রি সিনেমাটি দারুণ ব্যবসা করে। সেই জায়গা থেকে তিনি মনে করেছিলেন বক্স অফিসে ঝড় তুলবে চান্দু! কিন্তু সিনেমাটি প্রশংসা কুড়ালেও আয়ে পিছিয়ে পড়েছে।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা-প্রভাসের ‘কল্কি ২৮৯৮’। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ১শ’ কোটির মুখ দেখেছে। এমনকি প্রেক্ষাগৃহে দর্শকদের দীর্ঘ লাইন একের পর এক রেকর্ড ভাঙার আভাস দিচ্ছে। এই সিনেমাটির কারণেও চান্দু চ্যাম্পিয়ন আয়ে আরও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করছেন সিনেবোদ্ধারা। চলচ্চিত্র সমালোচক গিরিশ জোহর টুইট লিখেছেন ‘চান্দু চ্যাম্বিয়ন কিছুটা স্বস্তি এনেছে, এটা সত্যিই প্রশংসার বিষয়। যদিও ছবিটি আরও ভালো করতেই পারত। কার্তিক আরিয়ান-ক্যাটরিনা নিজেদের টুপিতে আরও একটা সাফল্যের পালক যুক্ত করেছেন।
উল্লেখ্য, ফ্রিস্টাইল সাঁতারে ভারতের প্রথম প্যারালিম্পিক সোনা জয়ী মুরলিকান্ত পেটকরের জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমাটি। এটি মুক্তি পেয়েছে গত ১৪ জুন। সিনেমাটিতে ক্যাটরিনা কাইফ ছাড়াও অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, শ্রদ্ধা কাপুরসহ অনেকে।